বাক্‌ ১৪৫ ।। মায়িসা তাসনিম

 

খনিশ্রমিক

 

যথেষ্ট নয় যথেষ্ট নয় 

সন্তানকল্যাণে মায়ের নফল নামাজ

ওয়ালেট ফোলাতে গিয়ে বাবার শুকনো দেহ

বড়বোনের হাতে পাকোড়া ভাজা

ছোটভাইয়ের জ্যামিতি বক্সে হাত বোলানো

এসব তো কিছুই যথেষ্ট নয় 

 

চক্ষুলজ্জা নষ্টের অন্ধত্ববাহী--স্টেরিওটাইপ প্রেম 

এসবের থেকে তবু তো ব্যতিক্রম

 

বৃষ্টিদিনে কলাপাতা তলে শিশুর খিলখিল 

পাখির স্নিগ্ধ বৈঠকে বাতাসের কানখাড়া অবাধ উত্তেজনা

গিটারের টুংটাং শব্দে বেজে ওঠা বিকালের লাল মেজাজ

 

এসব কিছুই নয়, কিছুই নয়

যেরকম প্রেমে চেইন স্মোকার হয়ে ওঠা

বিছানা তছনছ করার স্বাধীনতা 

গভীর রাতের ঝগড়ায় ঘুম ওষুধ সেবন

 

এলাকার কুকুরদের কাছে জনপ্রিয়তা 

ঈশ্বরঘরে চাদর বিছানো অপাপবিদ্ধ খুশবু

হেঁচকি ওঠা ক্ষুধার শহরে ভাইরাসের গ্রাফিতি 

 

এসব নিয়ে দিশেহারা হওয়ার শপথ নেই

 

চাই লজ্জাস্থানের নির্লজ্জ ক্ষুধা মেটানোর প্রেম

নরম হিংস্রতায় পাঁজর থেকে খুবলে নেয়া চাঁদ

রাতের পর রাত গুনাহের সাক্ষ্য দেয়া সংলাপ

 

এরকম প্রেমে

সংগ্রাম

যুদ্ধ

বিপ্লব

ক্ষুধা 

শ্রম

অস্ত্র

সুশাসন 

সুবিচার 

শুধু অর্থহীন নামকরা কিছু শব্দ

 

এরকম প্রেম পেলে শান্তি পতাকার চেয়ে অধিক মূল্যবান প্রেমিকার অন্তর্বাস

 

No comments:

Post a Comment