বাক্‌ ১৪৫ ।। উম্মে হাবীবা

অসমাপ্ত চুম্বন

 

 

 

হিমায়িত মৃত্যুর পাশে শুয়ে দেখি 

ঝড় উঠেছে শিরিশের বনে

হসপিটালগুলো ভেঙে পড়ছে 

পায়ের কাছে গৃহপালিত সাপ

সন্তর্পণে শ্বাস ছাড়ে

সন্ধ্যেয় কেউ ওকে মেরে পালিয়েছে

 

ঝড় স্তিমিত হবার আগেই

নিভে যায় আলোর শেষ সলতে 

ফের  স্বপ্নের কারাগার

 

সেখানে সাদাকালো ট্রেন

রঙিন হুইসেল বাজিয়ে থেমে গেলে

খড়খড়ি নামে জানালায় জানালায়

তখন এক নির্বোধ প্রেমিক

অসমাপ্ত চুম্বন রেখে রমণে ধাবিত হয়।

 

 

 

 

 

 

প্রিয়তম শব্দের ঠিক প্যারালালে

একটি ঝাঁ চকচক তলোয়ার

তার নিচে সুবোধ গর্দান পেতে দিয়েছি

সকাল থেকে দুপুর সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত

থেমে থেমে কাঁপছে তলোয়ারটি

 

পচা মাছের মতো ফুলে উঠছে বুক

ধুতরা ফুলের মিলমিলে গন্ধ উড়ছে হাওয়ায়

যেনো ফরাসি মদের বোতল খুলে বসেছে

হাড়হাবাতে শরনার্থীর দল

ত্রাণের লাইনে দাঁড়িয়ে এরাই 

বেমক্কা গাঁড় মেরে দেয় আশ্রয়দাতার

মুখে বলে জাজাকাল্লাহু খায়ের

 

প্রিয়তম শব্দের নিচে চিৎ শুয়ে আছি

বর্ষণের মধ্যরাত পেরিয়ে যাবার আগেই

একটি তলোয়ার গেঁথে যাবে বুক বরাবর

মরবার আগে ফিসফিস করে বলে যাবো

প্রেমিক দীর্ঘজীবী হোক 

প্রেমিক দী র ঘো জী বী হো ক প্রে মি ক..!


 

No comments:

Post a Comment