বাক্‌ ১৪৫ ।। সুকান্ত সিংহ


উল্কি

সমুদ্রের দিকে যাচ্ছি দিনকতক

ইদানিং যা কিছু লবণাক্ত তাই ভাল লাগছে।
কদিন আগেও এমন ছিল না।
একদিন বাজারে দেখলুম
একজন উল্কি আঁকিয়ে এসেছে,
ডান হাতে একটা লবঙ্গলতার উল্কি আঁকালুম,
তারপর থেকেই চোখমুখ ফ্যাকাশে।

এদিকে উল্কিটা ক্রমশ মোটা হচ্ছে,
নড়াচড়া করছে বেশ।
কারো সামনে হাত বার করতে পারছি না,
ভয় পেয়ে যাচ্ছে লোকজন।
হাত মেলাতে গেলে সবাই নাকি দেখছে
একটা মোটা জোঁক এগিয়ে আসছে
তাদের হাতের দিকে!

দিনকতক সমুদ্রের দিকে যাচ্ছি
ওখানের বাতাস লবণাক্ত,
হয়তো সেরে উঠতে পারি।

বাঁ হাতটা খালি আছে ,
ওখানে একটা নোঙরের উল্কি আঁকাব।
 

 

 

 

No comments:

Post a Comment