বাক্‌ ১৪৫ ।। অনিকেশ দাশগুপ্ত

 

লাইফবয়

 

 

লাল ঝকমকে অশ্বযান আর 

একটা সিঁড়ি সমস্ত প্রয়াসকে সহজলভ্য করে

সমুদ্রপাড়ে অনেক রেলিঙে লবণের স্যাঁতস্যাঁতে ছোপ

এবং খিদে বলতে মাছ ধরা ভোরে অভিন্ন শার্সি ।

হাওয়াকল , তোমায় পাতার পর পাতা

                                                                    ঘুরে যেতে হবে ...

ওপারে দ্বীপ আর বিদ্যুৎশ্রম 

আরো কত রকম নগর পরিধান

দলে দলে মানুষ খোসা ছাড়ানো টকটকে কমলালেবু 

রেখে গেছে নাবিক অভ্যর্থনায় ।

এখন-ই সময়  ইউটার্ন থেকে টিকিট কেড়ে নেবে

অনেক সফল লাইফবয় ...

 

 

 

ভাতঘুম

 

 

পাখির দিন ফুরিয়ে এলে খাঁচার বন্দীত্ব উপভোগ করে

গরম ভাতের মণ্ড সাজিয়ে তোলা দুপুর তবু খোয়া যায় না

 

স্নান সারতে ঘরে ফেরা মানুষ সমস্ত শ্রম ধুয়ে মুছে

পাট ক’রে আঁচড়ায় চুল, যেন এই দুপুরটুকুই অশেষ

ভাতের সাদা রং কেটে গেলে অহংকার গলে পড়ে অবশেষ

 

বাতাসের আলতো ঢেকুর নিয়ে কাটানো দিনগুলি

আরেকবার ছুঁয়ে দেখে ধূসর পাতার জঞ্জাল সরিয়ে ।

 

 

 

সিঁড়িঘর

 

 

আমাদের উদ্দেশ্যে চিত্রের ক্ষীণ বিরুদ্ধতা

বেগুনি মেঘের নীচে বিনিময়ের অনেক আঙুরউদ্যান...

 

পাথুরে ঢালের দিকে এমন একটা খোলা জানলা 

যেখান থেকে প্রথম-দ্বিতীয় 

ও পরবর্তী সমস্ত ছাদের স্তর - রাস্তার প্রতিটি বাঁক

 এবং দু’একটি কবরখানা আমাদের আবিষ্কার 

 

এই অন্তহীন ভিড়ের নীচে কোন এক দেবতার দেহ –

দেবতার আঙুল যা এই চিত্রটিকে

একাধিকবার ইচ্ছেমতন ঘষটে দেয় ।

 

বিছানা থেকে আমাদের নরম মাথা তুলে ধরতে

সারাদিন সিঁড়িঘরের দিকে ছুটে আসছে কেউ ...

 

 

 

রুমাল

 

 

নীল কোন ব্যাগের দিকে তাকিয়ে এই যাত্রা সম্পূর্ণ হতে পারে ...

বেডরুমের জানলা থেকে যে সাদা গির্জার বুরুজ দেখ

তার ভূমি সম্পর্কে আমার কোন অনুভূতি নেই ।

সৌরঝড়ের পরেও ভিড়ের ভেতর আয়না রাখা বন্ধ হোক

কপালের একটা ছোট ক্ষত দেখে সাদা বিছানায় 

দেওয়া হয়েছে গজ,স্যালাইন,ওষুধগন্ধী আপেল

আমন্ত্রণ জানিয়েছে কেউ গোলটেবিল লাঞ্চে...

 

কোন এক গ্রীষ্ম দুপুরে ঝাঁঝালো রৌদ্রে 

চৌমাথার ধূলোয়, হাই তোলা দোকানঘরের 

অনেক ভেতরে হাত ধোয়ার অছিলায় খুঁজে পেয়েছি 

কোমরে ঝোলানো ঝকঝকে কোরা রুমাল...

 

12 comments:

  1. অসাধারণ অসাধারণ। আপনার কবিতা যত পড়ছি মুগ্ধ হচ্ছি ❤

    ReplyDelete
    Replies
    1. ❣💗 সাহস পাই এমন মন্তব্যে

      Delete
  2. সবকটি কবিতাই খুব ভালো লাগল অনিকেশ

    ReplyDelete
  3. লাইফবয় বেশ ভালো লাগলো। পরের তিনটি লেখাও টানলো বেশ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানবেন প্রিয় কবি 🙏

      Delete
  4. সবকটা কবিতাই খুব ভালো লাগল।

    ReplyDelete
  5. সবকটা কবিতাই খুব ভালো। আপনার লেখায় একটা আলাদা সিগনেচার আছে,পড়লেই বোঝা যায়।

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ভালো লাগা জানবেন দিদি। ভালো থাকবেন 😇

      Delete
  6. সবকটি কবিতাই খুব ভালো লাগলো। আমার বিশেষত 'রুমাল' বেশ লেগেছে।

    ReplyDelete
  7. সবকটি কবিতাই খুব ভালো লাগলো। আমার বিশেষত 'রুমাল' বেশ লেগেছে।

    ReplyDelete
  8. ধন্যবাদ নিও 😇

    ReplyDelete