বাক্‌ ১৪৫ ।। আশুতোষ সরকার

 

ঘষাকাচের নামগন্ধ 

 

১.

আয়না ভেঙে 

ফিরে দেখার ঘষাকাচ

মায়াবী মাধুবী ছুয়েছে মেঘ- মেহেফিল

 

এই পরমে

ডানা ছুড়ে দিয়েছে বুঝি মনবর্ষা 

আসলে তার কোন নিজস্ব পাখি ছিলোনা।

 

২.

এজমালি সান্সক্রিম ভুলে 

১ টোকায় ফর্সা হও নামগন্ধ

 

রুমালের ব্যবহার উঠে যাবে শুনে

 

পেখম তুলেছে হসন্তিকা আর 

মনিংস্কুলের গ্রীবার তিলে 

প্রেমিকারা ছুটিয়ে নিয়ে যাচ্ছে পয়লা প্রেম।

 

 

 

 

মলটোজ ঘুম 

 

গেলাসে গেলাসে আটকে গ্যাছে বাদামী টেক্কা... 

তাসবাড়ি ; হাসির বাতিকে বিবির মূর্চ্ছা যাওয়া 

তবুও এ শরীর খায় মলটোজ ঘুম

 

আর একটা ঠান্ডা হরিণকাঠের রাতে 

জ্যোৎস্না ফুটবে কবে

 

গহিন ফুটপাতে ফুটে থাকা পলিথিনের পাপ ও কবিতা থেকে

হাইব্রিড হচ্ছে আত্মহত্যা 

 

নাভি খুলছে সংসদভবন... 

 

চায়ের কাপে বৃষ্টির মতো গোলাপ :

ভ্যালেন্টাইন চুমুকে ভুলে যাই চোখের হর্ণ বেজে গ্যাছে কবে

যতটা তফাৎ মন্ত্রী চলে চতুরভুজে

 

ও গো আশা জাগানিয়া, 

চাঁদের চারাগুলো মরবে

 

 

No comments:

Post a Comment