বাক্‌ ১৪৫ ।। সুতনু হালদার

ক্ষমা

 

একটু একটু করে বুকের ভেতর 

আস্ত একটা নদী ঢুকে গেল

মেঘের সঙ্গে তীর্যক চোখাচোখি 

 

বুক থেকে মেঘ ওড়ে

                        নদী বয়ে চলে...

 

হাঁটু মুড়ে জেগে ওঠে কামভাব

প্রকৃতি নৈবেদ্য সাজাতে এলে বাষ্পগুলো

ক্রিয়াপদের মতো ক্ষমা চায়

 

ঘুম ভাঙার আগে এদিকে 

কখনও কেউ আসে না

 

অনাবিল নির্জনতা মেখে থাকা 

ফ্যাসফ্যাসে জিরাফের নাভিতে 

সমস্ত বালিয়াড়ি ভেদ ক'রে

নিষ্পলক ধূসর ভূখণ্ড

 

চড়কের কাঠ তখন নিপুণভাবে

ভূমিতে প্রোথিত...

 

দু'পাশ জুড়ে ঝুলে পড়ে ধর্ষিত ত্রিভূজের  বাহু 

অভিমুখ মরে গেলে স্বপ্নরা মহাকাল হয়ে ওঠে

 

 


 

No comments:

Post a Comment