বাক্‌ ১৪৫ ।। ওয়েন্ডেল বেরি-র কবিতা ।। ভাবানুবাদ: সপ্তর্ষি চ্যাটার্জী

 

লজ্জা পেও না
ওয়েন্ডেল বেরি


ভাবানুবাদ: সপ্তর্ষি চ্যাটার্জী

 

 

কোনও এক রাতে হয়তো তুমি আপন চৌহদ্দির
স্বচ্ছন্দ তমসায় হেঁটে যাচ্ছ, তখনই হঠাৎ
তোমায় ঘিরে এক তীব্র আলোক
ঝলসে উঠবে, আর ঠিক তোমার পিছনে
একটা কখনও না দেখা দেওয়াল খাড়া হবে।
স্পষ্টতই বুঝতে পারবে, আসলে তুমি পালাতে যাচ্ছিলে,
তুমি অপরাধবোধে ভুগবে : তুমি সেইসব
জটিল নির্দেশ বুঝতে অসমর্থ হবে, তুমি কোনও
সদস্য নও, তোমার পরিচয়পত্র হারিয়ে ফেলেছ,
হয়তো বা তা কখনও তোমার কাছে ছিলই না।
তুমি এও জানবে, যে ওরা সবসময়েই ছিল, এখানেই,
ওদের নজর সর্বদা তোমার চিঠিপত্র আর বইয়ের দিকে ছিল,
তোমার পকেটে ছিল ওদেরই হাত,
ওদের কান পাতা ছিল তোমার শয্যায়।
তুমি হয়তো কোনও গর্হিত অপরাধ করোইনি,
তবু ওরা তোমায় বাধ্য করবে লজ্জা পেতে,
ওরা চাইবে তুমি হাঁটু গেড়ে বসে কেঁদেকেটে ক্ষমা চাও,
ওরা চাইবে, তুমি ওদের মতই হয়ে যাও।
তোমার সামনে মেলে ধরা পাতাটা পড়তে পড়তে
যেই একবার বলবে তুমি লজ্জা পেয়েছ,
তৎক্ষণাৎ তোমার সৃষ্ট সেই ঐতিহাসিক আলো
তোমায় ত্যাগ করে অন্তর্হিত হবে।
ওদের আর তোমার অনুবর্তী হওয়ার প্রয়োজন নেই,
এবার তুমিই ওদের খুঁজে বেড়াবে, ক্ষমাভিক্ষা চাইতে।
কিন্তু ওরা তোমায় ক্ষমা করবে না।
ওদের কোনও বিরোধীশক্তি নেই।
শুধু সারল্য থেকে ওদের বহু যোজন দূরত্ব,
শুধু এক অভ্যন্তরীণ নিলাজ স্বচ্ছতাকে
ওরা কখনও স্পর্শ করতে পারে না। প্রস্তুত হও।
যখন ওদের আলো তোমায় ধরে ফেলবে,
আর একের পর এক প্রশ্নবাণে তুমি জর্জরিত হবে,
শুধু ওদের মুখের উপর বলবে, "আমি বিন্দুমাত্র লজ্জিত নই।"
তুমি এক অমোঘ দিগন্ত দ্বারা পরিবৃত হবে,
আর সারসটি তখন পাহাড়চূড়া থেকে
তার সান্ধ্য উড়ান আরম্ভ করবে।

 

[কবি পরিচিতি: ওয়েন্ডেল আর্ডম্যান বেরি (জন্ম - ১৯৩৪)  আমেরিকার একজন বিশিষ্ট ঔপন্যাসিক, কবি, সাহিত্য সমালোচক তথা পরিবেশ আন্দোলন কর্মী। তিনি ইতিমধ্যেই বহু পুরস্কার ও সম্মানে ভূষিত। বিশেষত কেন্টাকি রাইটার্স হল অব ফেমে সংযুক্ত কবিদের তালিকায় তিনিই একমাত্র নাম যিনি জীবদ্দশাতেই এই সম্মান লাভ করেছেন। লজ্জা পেও না কবিতাটি কবির Do not be Ashamed কবিতাটির ভাবানুবাদ।]

 

2 comments:

  1. স্বার্থক অনুবাদ।

    ReplyDelete
  2. খুব সাবলীল অনুবাদ। অদ্ভুত এক অস্বস্তিকর, ক্ষমাহীন পরিবেশ-'ডিসটোপিয়া'কবিতায় উচ্চারিত।

    ReplyDelete