বাক্‌ ১৪৫ ।। বিশ্বজিৎ অধিকারী

 

আমার পরান যাহা চায়

 

আমার পরান যাহা চায়তুমি নয়

তোমাকে পার্কের বেঞ্চে ফেলে রেখে আসি

তারপর যাকে নিয়ে রাত্রি ভোর হয়

অন্য কেউ, তুমি প্লাস কিছুটা ফ্যান্টাসি।

 

 

 

জিওল মাছ

 

রান্নাঘরে জিইয়ে রাখা কইমাছগুলো সারারাত

লাফায় ঝাঁপায়, শব্দ করে, জানান দেয়—

তারা বেঁচে আছে, আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাই

 

নিঃশব্দ ড্রয়িংরুম থেকে একটি নির্জন পথ

মৃত বেডরুমটির দিকে চলে যায়,

পাথরের মত নিস্পলক চেয়ে থাকে সুদৃশ্য আলো

 

সকালের রান্নাঘরেও জলের ভেতর সশব্দ কইমাছগুলো

তাদের অটুট পুষ্টিগুণ নিয়ে আস্ফালন করে,

আমরা নিশ্চিন্ত হই

 

দুপুরের লাঞ্চে আমাদের জন্য পরিবেশিত হয়

ফ্রেস তেলকই, মাছের কাঁটায় পেশিতে

তখনও জ্যান্ত অহং

 

একটি মুমূর্ষু টেবিলে মুখোমুখি বসে

নীরব শান্তিতে আমরা

গরমগরম মাছভাত খাই

 

No comments:

Post a Comment