ক্লীবতামি
এই গল্পের একটা লম্বা পথ আছে।
পথ পার করলেই পুকুর।
পুকুরে ডুবে ডুবে মাছ খায় পানকৌড়ি।
মাছেদের জন্ম খাদ্য হবার জন্যই!
গল্পটা এভাবে আরো ডালপালা ছড়াতেই পারে।
গল্পের প্রধান চরিত্র কিন্তু
এক রাণি অথবা একাধিক রাজা
এবং এদের হাতেই পুড়ে যায় গোটা গল্প।
এই গল্পে আমি যে চরিত্র
সেই আমি পুকুর পাড়ে বসে আছি
বৃষ্টি নামলেই জলে নামবো।
কেননা, অকারণ বোধবৃষ্টি কোনমতেই ভিজতে চাই না!
No comments:
Post a Comment