বাক্‌ ১৪৫ ।। সৌমিতা চট্টরাজ

 

পাতালের আরেকটু কাছে 

 

 

১.

 

একটা রাত লেখা হোক দীর্ঘ কবিতার মতো। 

কারণ দীর্ঘ রাতের মতো কবিতার পাঠক ঘুম খুঁজতে বেরোয় রাত বাড়লেই।

আসলে সেই কিন্তু বলতে পারে রাত গুলো ঠিকঠিক দীর্ঘ হয় কখন...

ধাপে ধাপে ঝিঁঝিঁরা জোরালো হলে ? 

না কি একে একে থেমে এলে মানুষের স্বর!

 

২.

 

তুমুল শরতে কাশ হয়ে গেলো বান্ধবীদের ব্রেকআপ।

গামলা ভর্তি শিশিরে এবার মরা মাছের চোখ কাঁপছে।

পার্লারে গিয়ে অনেকেই প্লাক করে নিচ্ছে বিগত বৃষ্টির চুমু...

তুলে ফেলছে এক্স হোয়াই জেড নামের চিটচিটে ট্যান...

আর তরুণ কবিদের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বাবার রক্ত জল করা দইয়ের ফোঁটা...

মার্কশীটের সাথে রুমাল গুছিয়ে দিতে মা ভুলে গেছে আজ। 

 

৩.

 

পূজারী বলেছিল, এখানে আরতি হয় প্রতি সন্ধ্যায়।

পড়শীরা দেখেছে, এখানে রোজ রোজ ধোঁয়াও ওঠে...

খালি প্রদীপ জানে, এখানে ঘি আর আগুনের মুখ দেখাদেখি নেই।

প্রদীপের জিভ টা অবশ্য দেখেনি কেউ

তাই ঈশ্বর তার কথা শুনতে পান না।

 

৪.

 

ঠিকানা বদলালে যারা একসময় চিঠি লিখে জানাতো

তারাই এখন ঠিকানা বদলায় চিঠি আসার ভয়ে।

তারপরেও লেটারবক্সে ঝুলিয়ে রাখে মস্ত একটা তালা। 

সাবধানের মার নেই আমিও পড়েছি...

তবুও অবাক হই এই ভেবে যে

আপদের ওপর বিপদ কে চড়ানোর নির্লজ্জ প্রবণতা মানুষের এখনো গেলো না।

 

৫.

 

প্রতিটা বাতিল কবিতা নিয়ে বই করতে চাইছি আমি।

আর ঘনঘন অব্যয়ের দ্বারস্থ হয়ে পূর্ণতা দিতে চাইছি বাক্য এবং সম্পর্ক কে।

কোনো সহৃদয় প্রকাশক ইচ্ছুক থাকলে জানাবেন... 

আমিও দেখতে চাই রয়্যালটি টা এখানে কে পায়...

জনৈক বাতিল কবি! 

না কবির বাতিল কবিতা!

 

৬. 

 

সূর্যের চোখে সোজাসুজি তাকাতে পারিনি বলে দেশলাইয়ের খাপে খাপে জোনাকি পুষছি আমি।

নিয়ত নেমে যাচ্ছি পাতালের আরেকটু কাছে...

যাতেকরে আমাকে দেখতে গেলে ওই সূর্য ওই আকাশের উঁচু উঁচু মাথা ক্রমশ হেঁট হয়ে আসে।

 

29 comments:

  1. সবগুলোই খুব ভালো লিখেছিস।

    ReplyDelete
    Replies
    1. স্যার, অনেকটা ভালবাসা তোমাকে 😍

      Delete
  2. Replies
    1. ধন্যবাদ। কবিতায় থাকুন 🙂

      Delete
  3. সবগুলোই খুব ভালো লিখেছিস।

    ReplyDelete
  4. সবগুলোই খুব ভালো লিখেছিস।

    ReplyDelete
  5. প্রতিটাই খুব ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. সুন্দর বলছে? না কি বন্ধু? 😍

      Delete
  6. প্রতিটাই খুব ভালো লাগলো

    ReplyDelete
  7. দারুণ লাগলো সবগুলো

    ReplyDelete
    Replies
    1. 😍😍😍😍😍 ছয় টুকরো আমি যে

      Delete
  8. খুব ভালো লাগলো। প্রতিটি কবিতাই।

    ReplyDelete
    Replies
    1. দি 😍😍😍 তুমি বললে প্রশ্রয় পাই।

      Delete
  9. ভীষণ ভালো লাগলো রে❤️

    ReplyDelete
  10. খুব ভালো লাগল। ১ ও ৫ বিশেষভাবে উল্লেখ করার মতো।
    নমস্কার নেবেন আমার।

    ReplyDelete
    Replies
    1. স্যার, আপনি গুরুজন। আপনার স্নেহাশিস পাথেয় হোক আমার 🙏

      Delete
  11. ভাবনার গভীরে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া।অথচ ভাসতে হবে হাত পা নেড়েই।

    ReplyDelete
  12. নতুনভাবে পড়তে চেয়েছিলাম, এখানে থাকেই। আজও ব্যাতিক্রম হয় নি। ভালো কিছু লেখা

    ReplyDelete
    Replies
    1. ভালবাসা দাদাভাই 😍 প্রতিনিয়ত বাঁক নিচ্ছে যে দৃশ্য দৃষ্টি এবং দ্রষ্টা

      Delete
  13. ভালো লাগল কবিতাগুলো ❤❤❤

    ReplyDelete
    Replies
    1. তোমার লেখা আমি পড়ে যাই চুপচাপ... ❤

      Delete
  14. স্রোতের বিপরীতে ভাসার হিম্মত রেখেছে প্রতিটি কবিতার পংক্তি।মুঠিগুলির ঢিসুমকে আদর।

    ReplyDelete
    Replies
    1. মামনী, তুমি সত্যিটা বুঝবে জানতাম😍

      Delete
  15. বাঃ প্রত্যেক টা কবিতাই ভাবালো।ভালো লাগলো।

    ReplyDelete