বাক্‌ ১৪৫ ।। সার্থক রায়চৌধুরী

 

প্যান্টি-র বিজ্ঞাপনে যা হবে

 

কাউকেই দেখা যাচ্ছে না,...

একা, সকালের ফাঁকা ক্যাসিনো...

 

 

মুখ গুঁজে যেন পড়ে আছে কেউ

এককোণে সাদা বেসিনে...

 

 

মেঝেময় পোড়া সিগারেট,

কিছু ভাঙা কাচ,

হাড়,

ছিবড়ে,

ক্যাপুচিনো কাপে কেঁপে কেঁপে ওঠে

আটকিয়ে যাওয়া পিঁপড়ে...

 

 

ফাঁকা ক্যান পড়ে বালির ওপরে,...

দূরে, ট্রপিকান শ্যান্টি...

জলে পাক খায়

মেমসাহেবের

কুচকুচে কালো প্যান্টি ।

 

 

 

আরশোলা 

 

দরজা খুলতেই বেরিয়ে পড়ল অগুন্তি আরশোলা !

খয়েরী, তামাটে, কালো, কোনোটা ধূসর, আর 

অসম্ভব ভয়ে তারা শুরু করল ওড়াউড়ি,-

ঘরের একটু দুর্গম আর অন্ধকার দিকে ছুটে গেল একদল...

 

 

এই চাঞ্চল্যকর দৃশ্যের সামনে মেয়েটি প্রথমত নিথর হল,

পরমুহূর্তে চিৎকার করে জাগিয়ে তুলল সারাবাড়ি...

গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল একটা শান্ত সন্ত্রাস !

 

 

বন্ধ দরজার পাশে, কম ব্যবহৃত তবু পরিহার্য নয়

এমন সমস্ত ঘরে অস্ফুট ডানার শব্দ হয়,..

রাত্রে,.. ঘুমন্ত শহরে নামে.. খয়েরী, ধূসর, কালো

অত্যন্ত সতর্ক আর ভীত আরশোলা,..

রাস্তার পায়ের শব্দে,.. আগন্তুক গাড়ির ইশারা পেয়ে

তাদের এই প্রতিক্রিয়ার সামনে,.. তুমি

ভাগ্যিস কখনও পড়োনি !.. 

 

 

No comments:

Post a Comment