বাক্‌ ১৪৫ ।। বিদিশা সরকার

 


আর্ট ফিল্ম

তুষার ঝড়ের পরের সকালে
একটা মানচিত্রের আসে যায় না কিছুই

সীমারেখা লঙ্ঘন করে ফুঁসে উঠেছিল নদী।

মুরগির ছানাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে বীজ শস্য
দেওয়াল ফুটো করে নেমে আসছে কুমারী ঝোরা

গুম্ফার ভিতরে কেঁপে ওঠা প্রদীপের শিখায়
পরতে পরতে খোদাই করে গেছে পরাবাস্তব
প্রস্তর যুগের কিছু প্রত্নলিপি

শিখরে শিখরে রাংতার মোড়ক খুলে
গলে পডছে চকোলেট সস
দস্তানা হাতে করমর্দনের উত্তাপ অনুমান করে
কমলালেবুর কোয়া খুলে খুলে
একেকটা স্লাইড শো
অথচ দর্শক নেই
 

 

 


জল সংক্রান্ত চেতাবনি

নিখোঁজ হয়ে যাওয়ার পর
কোনো বিজ্ঞাপন দেওয়ার মত কিছুই ছিল না

কে যে কাপড়গুলো মেলে দিয়ে যেত
কে যে ভাঁজ করে গুছিয়ে রাখতো নিয়মিত দাম্পত্যে!

একটা দীর্ঘ নীরবতার পর সুমেরুপ্রধান দেশের বরফে
ফাটল দেখা দিলে
স্লেজ গাড়ি করে হঠাৎ হাজির হরিহরণ...

বৃষ্টি ভিজতে ভিজতে ফিরে যাচ্ছিল যারা
তাদের জন্য সান্ধ্য মজলিসের কেয়াবাত ছড়িয়ে দিয়েছিল আতর
আক্ষেপানুরাগের বাহানায় থেমে গিয়েছিল সারেঙ্গীর ছড়
পরপর একেকটা গয়না খুলে দিতে দিতে বিজ্ঞাপন হয়ে উঠেছিল
জল সংক্রান্ত চেতাবনি

No comments:

Post a Comment