বাক্‌ ১৪৫ ।। নিনা ফেয়া

 

আমায় খোলো

 

আমায় খোলো,

ভোর হয় হয় রাতের পথের মতো

আমার ভেতরে আস্তে আস্তে চলো।

ভয় পেওনা,

যদি দেখে ফ্যালো রক্তের নহর,

অথবা, সূর্য্যের ন্যায় বিদূরিত নির্দয় তেজী আলো।

ও নহর আত্ম হননের,

ও আলো বিবাগী বৈরাগীর জমা শব্দের;

ও পথ দুর্গম জেনো, তবু,

যদি পারো হাল ধরো

ভোরের দরজার মতো নিঃশব্দে আমায় খোলো

No comments:

Post a Comment