ভ্রমকাব্য
এতোদিন যা বলেছি, সবটুকু সত্য নয়।
গাছটা ছিলই, তবু আমাদের মধ্যবর্তী ঝুরো গল্পগুলোর
গায়ে কবে যেন লেগেছিল অচেনা নদীটির দস্যিপনা
আজকাল সেই ঢেউ আঁকড়ে বাঁচি....
আমাদের গল্পে কখনো এসব ছিল না;
এরপর যদি রাত্রিবেলায়, তুমি দেখো নদীর ঢেউ সোঁদা গন্ধ ছেড়ে গেছে আমার এতকালের পরিষ্কার জঙ্ঘায়
আকাশরঙে সেজে উঠেছি আমি...
আদতেও কি বিশ্বাস করবে মেয়েমানুষকে সাংঘাতিক রকম
বশ করতে আলাদা করে উৎসবের দিনের মতো ঢাকে কাঠি লাগে না
কাল যদি আমি গল্পে না ফিরি, বুঝবে
সাংঘাতিক সংক্রমণ হয়ে ছিল আমার গোড়ালিতে
নদী এসে গোটা পা-টাকেই ভাসিয়ে নিয়ে গেছে।
ভালো লাগলো, তুমি সর্বদা ভালোই লেখো
ReplyDeleteভাল লিখেছিস
ReplyDeleteচলো ভেসে যাই নদীকে ধরে... ডুবতে হবেই, এমন তো নিয়তি নয় ❤
ReplyDelete