বাক্‌ ১৪৫ ।। রাজর্ষি দে

 

মৃত শহরের কবিতাগুচ্ছ 

 

স্মৃতির সরণি কেমন জানি না

আমি পালানোর পথ খুঁজি

দিনে দিনে অপরিচিত ভিড় বেড়ে চলে

অচেনা মুখ পরিচয়ের দাবি নিয়ে দাঁড়ালে কী হবে

না ঘুমিয়ে সেই দুঃস্বপ্ন দেখি

আমার স্বর্গ স্যারিডন দুটোই নেই

শুধু এ শহর আছে

 

দুখী কাপড়েরা বারান্দার দড়িতে ঝুলতে থাকে

তাদের এই প্রতিদিনের আত্মহত্যা দেখতে দেখতে

ক্লান্ত হয় পরী

ঘাসের জমিতে লোটানো প্রেমের অনেক ওপরে

নিষ্পলকে তাকিয়ে থাকা

 

জোরে হাওয়া দিলে আজও ঘুরে যায় 

কাপড় দুলতে থাকে দড়িতে দড়িতে

 

মলমূত্র ঝরাতে ঝরাতে

এ শহরে প্রেম মনে পড়ে, দেহের আগুনে বাতাস লাগে

সুমনা + অর্জুন

খানকী মাগী – ৯৮৭৬৫৪৩২১০

ঘাম রক্ত বীর্য মূত্র

অনবরত ফেলার নামই শহর

বিয়োগ! বিয়োগ! তোমার যোগ নাই নগর?

 

জীবনানন্দের রক্তের দাগ বুকে নিয়ে

হারিয়ে যাচ্ছে ট্রাম

যেমন যাচ্ছে হলুদ-কালো ট্যাক্সি, পাড়ার রক, ব্যক্তিগত চিলেকোঠা

আঙুল তোলা এন্টেনা আর দুপুরের চড়ুই

মানুষও অবিরত হারাচ্ছে ছাতার মতন

মাইকে এনাউন্স হচ্ছে

“প্রিয় কলকাতা, আপনি যেখানেই থাকুন…”

 

 

No comments:

Post a Comment