বাক্‌ ১৪৫ ।। সৌপর্ণ রুদ্র


 

অ্যাবসার্ড

 

এইমাত্র খবর এলো
তুমি ফেরার ট্রেনে চেপে বসলে

 

আর বিকেল পেরিয়ে যে রোদ্দুরটুকু উবু হয়ে ছাদের কার্নিশে জিরিয়ে নিচ্ছে, তার কাছে একটা মেঘদল এসে বায়না জুড়লো, আজ তাদের একটু সাউথ সিটি মলে ঘুরতে নিয়ে যেতেই হবে। অথচ রোদ্দুরটুকু এই কিছুক্ষণ আগেই একাকী ঘুরে এসেছে। দু একটা স্বল্পবসনা মেয়েদের সিটি মেরে মনে মনে বলেছে 'দ্যাখ কেমন লাগে'

 

মেঘদল একা একা এত উচু বিল্ডিঙে যেতে ভয় পায়। ওদের ভার্টিগো প্রব্লেম, কখন কার গায় পড়ে যায়, সে এক বিচ্ছিরি লজ্জার বিষয়।

 

এখন,
রোদ্দুর বা আমার একটাই ভয়, ওই মেয়েগুলোর কেউ কখনো যদি চিনে যায় তোমার সামনে।

 

2 comments:

  1. অসাধারণ কবিতা ভাই ❤❤❤

    ReplyDelete
    Replies
    1. তোমাকে আর কি বলি শতানীকদা, ভালোবাসা নিও ।

      Delete