বাক্‌ ১৪৫ ।। রাজীব কুমার ঘোষ

 

ক্রয়

 

আপনি ভয় পাচ্ছেন, সেটা ভালো আমরা আপনার ভয়টাই কিনতে চাই

          আপনারা কী করে আমার সব কিছু জেনেছেন? আপনারা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আই বি?”

          কেন আমরা আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস্‌, শেয়ার লেনদেন সম্পর্কে সব জানি বলে? এগুলো তুচ্ছ, আপনি বুঝতেই পারছেন আমরা এর চেয়েও কিছু বেশি, আপনার জমে ওঠা ভয়ের হিসাব রাখি

          তাহলে আপনারা কারা?”

          জেনে কী করবেন? আপনি আপনার লাভের দিক দেখুন আপনার অনেক ভয় জমে উঠেছে হিসাব মতো আমাদের নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সেই বেশিটুকু আমরা কিনে নেব আপনার কাছ থেকে আপনার ভয়জনিত কোনো অসুবিধা হবে না তাছাড়া অতিরিক্ত ভয় জমে গেলে আপনার দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হবে শ্রমশক্তি হ্রাস পেলে অর্থনীতিতে সমস্যা হবে

          আমি বুঝতে পারছি না! ভয় কি কেনা যায়? কেনই বা কিনবেন? আপনাদের কী লাভ কিনে? কি দিয়ে কিনবেন টাকা?”

          এত বুঝতে চাইছেন কেন? এতে আপনার কী লাভ? আপনি আপনার লাভ বুঝে নিন আমরা কেন কিনব, কী লাভ করব তা জেনে আপনার কি অতিরিক্ত কোনো লাভ হবে? বরং আপনি ভাবুন আপনার জমা ভয় আমাদের নির্ধারিত মাত্রার উপরে হয়ে গেছে এই অতিরিক্ত ভয় আপনাকে ধীরে ধীরে মানসিক আর শারীরিকভাবে দুর্বল করে দেবে অতিরিক্ত ভয়ের বোঝা আমাদের দিয়ে দিন হালকা হন তাছাড়া পু্রোনো ভয়ের বোঝার জন্য আপনি নতুন নতুন ভয় উপভোগ করতে পারছেন না নতুন বিচিত্র চিত্তাকর্ষক ভয়গুলো থেকে আপনি বঞ্চিত হয়ে চলেছেন পুরোনো ভয় বদলে নতুন ভয়ে নিজেকে আপ-টু-ডেট করে নিন

          আমি কী পাব?”

          এই তো— স্বাগত আমরা হিসেব করেই রেখেছি আপনার অতিরিক্ত ভয়ের পরিমাণ বত্রিশ একক ওঃ অনেকটা ভয় জমিয়েছেন শেষ সাতাশ বছর নয় মাস ধরে সাতাশ বছর নয় মাসে আগে থেকে যখন আমরা ভয়ের হিসাব রাখা শুরু করলাম, সেই থেকেই আপনার হিসাব রাখা হয়েছে এই বত্রিশ একক ভয়ের বিনিময়ে আপনি চৌষট্টি একক সুখ পাবেন ডাবল গেইন আপনি ঠিক করে নিন এই চৌষট্টি একক সুখে আপনি ঠিক কী কী ইনক্লুড করতে চান একেবারেই ষাট একক খরচ করবেন অথবা এক বছরে, দুবছরে বা পাঁচ বছরে আমাদের এক এককের বিনিময়ে...

         

বত্রিশ একক ভয় কেনা হল এইমাত্র

 

 

 

 

বিক্রয়

 

আপনি কম ভয় পাচ্ছেন, এটা ভালো নয় আপনার জন্য ভালো ভয়ের অফার আছে উইথ ডিসকাউন্ট এক লপ্তে অনেকটা কিনলে একটু সস্তা হবে সেটাই বুদ্ধিমানের কাজ না পারলে অবশ্য কিস্তিতেও দাম চোকাতে পারেন

          কী আশ্চর্য! আমি অযথা ভয় কিনতে যাব কেন? আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন?”

          আমরা ভয় দেখাই না, ভয় বিক্রি করি ভয়ের বাজার এই সময় ঊর্ধ্বমুখী, হুহু করে দাম চড়ছে এইবেলা কিনে ফেলুন আপনার ভয়ের ঘাটতি আছে আমাদের হিসাব মতো আপনার মধ্যে যতটা ভয় জমা থাকার কথা ততটা নেই আপনি মুখে বলছেন বটে কিন্তু আপনার মধ্যে ভয়ের অভাবজনিত একটা ইনসিকিউরিটি ফিলিংস আমরা আইডেন্টিফাই করেছি

          আপনারা কারা? কী বলছেন এইসব!”

          দেখলেন আপনি কথা ঘুরিয়ে দিচ্ছেন আমরা সাতাশ বছর নয় মাস ধরে আপনার ভয়ের হিসাব রাখছি বরাবরই আপনার ভয়ের ঘাটতি তবে সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় আপনার ক্লিক, লাইক আর কমেন্টে বেশ বোঝা যাচ্ছে আপনি যথেষ্ট ভয়ের অভাবে ভয় পাওয়ার চেষ্টা করছেন কিন্তু ওভাবে হয় না, ভয় পাওয়ার চেষ্টা করলেও ভয় পাবেন না অতিরিক্ত ভয় সবই আমাদের দখলে আমাদের কাছ থেকে কিনতে হবে প্রাক পূজা অফার যাচ্ছে, এক্সট্রা ডিসকাউন্ট পাবেন মনে রাখবেন সব সময়ই কম ভয়ের থেকে বেশি ভয় ভালো একটু বেশি ভয় থাকা আপনাকে নিরাপত্তা দেবে ভয়ে নিশ্চিন্তে থাকতে গেলে আপনাকে বেশি ভয়ের স্ল্যাবে যেতে হবে

          মানে... কতটা ভয় আমাকে কিনতে হবে?”

          এক্ষুনি যে ভয়টা পেলেন, ওটার জন্য আমরা চার্জ ধরব না আপনার প্রথম কেনায় আমাদের উপহার আপনার বত্রিশ একক ভয়ের অভাব আছে এবার ঠিক করুন মূল্য একেবারে দেবেন অথবা মাসিক কিস্তিতে...

         

বত্রিশ একক ভয় বেচা হল এইমাত্র

 

 

 

 

বিনিময়

 

আপনাদের এই তিন মাসে ভয়ের লেনদেনের হিসাবটা টার্গেট ছুঁতে পারেনি

হ্যাঁ আমরাও সেটা খুঁটিয়ে দেখেছি আমাদের বিক্রির ওপর আরও জোর দিতে হবে কিন্তু প্রয়োজন অনুসারে অতটা ভয় আমরা কিনে উঠতে পারিনি

সিস্টেমকে পুরো কাজে লাগান ভয় উৎপাদনের জন্য

সিস্টেম পুরোদমে কাজ করে চলেছে আমরা যতরকমভাবে সম্ভব সিস্টেমকে সব সময় উন্নত থেকে আরও উন্নততর করে চলেছি তবুও আমাদের প্রত্যাশিত হারে ভয়ের বিকাশের হার বাড়েনি কয়েকদিন পরেই পাঁচটা জোনে অনেক ভয়ের জোগান লাগবে আপনাদের জোগান দিতে হবে

উঁহু, হবে না আপনাদের থেকেও খারাপ অবস্থা অন্য জায়গায় সেখানে স্টক পাঠাতে আমরা বাধ্য

কী যে বলেন আমাদের এত বড় ভয়ের বাজার আর কে আপনাদের এত রিটার্ন দেবে ভবিষ্যতের বাজারটা দেখুন সামনের বছরেই আমরা প্রত্যাশিত রিজার্ভ রেশিও ছাড়িয়ে যেতে চলেছি আমারা যে টেক্অফ্স্টেজে চলে এসেছি সে আপনারা ভালো করেই জানেন

বেশ কিন্তু মনে রাখবেন সামনের বছরে রিটার্ন চাই উইথ ইনটারেস্ট তাছাড়া কিছু জায়গায় স্টক পাঠাতে হবে তালিকা আমরা পাঠিয়ে দিচ্ছি

সে তো শুরু থেকেই শর্তের মধ্যে আছে আমরা তো মেনে নিয়েছি উইন-উইন সিচুয়েশন আমাদের মটো ইনভেস্ট করুন আমাদের চাহিদা মতো ভয় পাঠিয়ে দিন আমরাও যথাসময়ে যোগান দেব... মুনাফার কথাটা নাই বা বললাম...

 

নূন্যতম একশো উনচল্লিশ কোটি একক ভয়ের বিনিময় চুক্তিতে সই হল এইমাত্র

6 comments: