বাক্‌ ১৪৫ ।। নীপবীথি ভৌমিক

 

ছুরি

 

 

   প্রতিটি বিশ্বাসী দরজায় একটা করে ছুরি রাখা থাকে।

 

  এই যে, এতো মেঘ,

  উজাড় করে বৃষ্টি নেমেছে সবুজ গাছের গায়ে

 

    তুমি কবিতা লেখ। স্বপ্ন দেখ রঙিন 

       চশমার ওপার থেকে,

        অথচ আমার চোখ জুড়ে নেমে আসে

   ক্রমশ গভীর থেকে গভীরতর পাকদণ্ডী বাঁক

      স্বচ্ছ হয় মন। যাকে পর্দার আড়ালে রেখেছিলাম একদিন।

 

     প্রতিটি বিশ্বাসী দরজায় একটা করে

     ছুরি রাখা থাকে। 

   বৃষ্টি হলেই যারা বেরিয়ে আসে মুখোশের খাপ খুলে।

 

 

10 comments: