বাক্‌ ১৪৫ ।। রিগান এসকান্দার

 

পাগল

 

মানুষজন্ম আর ভালো লাগে না লোকটির

ফুল হয়ে গেল, সৌন্দর্য পেল।

মানুষ তাকে বাগানে শিকল পরিয়ে রাখল।

 

মানুষজন্ম আর ভালো লাগে না লোকটির

পাখি হয়ে গেল, স্বাধীনতা পেল।

মানুষ তাকে ঢিল ছুড়ে মারল।

 

মানুষজন্ম আর ভালো লাগে না লোকটির

নদী হয়ে গেল, পবিত্রতা পেল।

মানুষ তাকে স্রোতে ভাসিয়ে দিল।

 

লোকটি ফুল হয়ে গেলে মানুষ তাকে শিকল পরিয়ে রাখে।

লোকটি পাখি হয়ে গেলে মানুষ তাকে ঢিল ছুড়ে মারে।

লোকটি নদী হয়ে গেলে মানুষ তাকে স্রোতে ভাসিয়ে দেয়।

 

আহা, জানাই হলো না লোকটির-

ফুল, পাখি আর নদী  হয়ে গেলে মাানুষ আসলে পাগল হয়ে যায়।

 

No comments:

Post a Comment